Saturday, 1 December 2012অল ইন্ডিয়া পোষ্টাল এমপ্লয়ীজ ইউনিয়ন
জি ডি এস( এন এফ পি ), পোষ্টম্যান এন্ড এম এস /গ্রুপ-ডি, গ্রুপ-সি
পোষ্টাল ওয়ার্কার্স ইউনিয়ন
             সাউথ প্রেসিডেন্সী ডিভিশন, বারুইপুর, কোল-১৪৪
নোটিশ
প্রিয় সাথী,
                এতদ্বারা আপনাকে জানানো যাচ্ছে যে, আগামী ৫ই ডিসেম্বর ২০১২, বুধবার,সকাল ১০ টায় বারুইপুর ডাক আন্দোলন ভবনে, NFPE-ভুক্ত সংগঠনগুলির একটি জরুরী অফিস বীয়ারার কমিটির সভা ডাকা হয়েছে ৷ বর্তমান পরিস্থিতির চাহিদা ও গুরুত্ব অনুধাবন করে সঠিক সময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি ।
আলোচ্যসূচীঃ-                                  
১। সাংগঠনিক ও আর্থিক অবস্থা পর্যালোচনা ।
২। আগামী ১২ই ডিসেম্বর ২০১২ এর দেশব্যাপী কেন্দ্রীয় সরকারী দপ্তরে ধর্মঘট ৷
৩৷ আগামী বিভাগীয় সম্মেলন ৷
৪৷ গ্রুপ-সি সংগঠনের সর্বভারতীয় সম্মেলনের প্রতিনিধি নির্বাচন ৷
৫৷ বিবিধ ৷

সংগ্রামী অভিনন্দন সহ-

সুরথ ভান্ডারী        প্রনব কুমার প্রামানিক       সুকুমার মন্ডল        অধীর দাস
  সম্পাদক                সম্পাদক                  সম্পাদক            সম্পাদক
পোঃ ওঃ ইঃ                  জি ডি এস           পোষ্টম্যান এন্ড এমএসই            গ্রুপ-সি
                                           ( এন এফ পি )                           /গ্রুপ-ডি

 ধর্মঘটের সমর্থনে প্রচার সংঘটিত করুন ৷ প্রতিটি অফিসে সভা ডাকুন ৷